তরুণীকে যৌন হয়রানি, ছাত্রলীগ নেতা কারাগারে প্রকাশিত: 9:07 AM, October 4, 2020 জাগ্রত বাংলাদেশ ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে সোহেল গাজী (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। গ্রেপ্তারের পর আজ শনিবার সোহলেকে আদালতে তোলে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার রাতে তাকে উপজেলার চৌবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে ও ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, গতকাল শুক্রবার গভীর রাতে স্থানীয় এক তরুণীর বাসায় গিয়ে তাকে যৌন হয়রানি করেন সোহেল। স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। পরে ওই তরুণীর বাবা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। আজ বিকেল ৩টায় তাকে আদালতে তোলা হলে বিচারক সোহেলকে জেলে পাঠান। Share this:TweetWhatsAppPrint SHARES নারী ও শিশু বিষয়: