গাজীপুরে ১৮ মিষ্টি কুমড়ার ভেতরে ১৯ কেজি গাঁজাসহ আটক ২ প্রকাশিত: 10:37 AM, May 29, 2020 জাগ্রত বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর থেকে ১৮ মিষ্টি কুমড়ার ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার মাওনা থেকে ওই দুই জনকে আটক করা হয়। র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আটকরা হলেন— হবিগঞ্জের মাধবপুর থানার হবিসশামা এলাকার একির আলীল ছেলে মাদক কারবারি তকদির মিয়া (২৬) এবং একই থানা এলাকার গোপালপুর এলাকার জামান মিয়ার ছেলে গাড়ি চালক জাহাঙ্গীর (২৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ক্যাম্পের এক আভিযানিক দল জানতে পারে মাওনা বাজার এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন নেতৃত্বে মাওনা চৌরাস্তা কফিল উদ্দিন সুপার মার্কেট বড় বাজারের আড়ৎ মেসার্স সততা বাণিজ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুইজনকে আটক এবং তাদের পিকআপ ভ্যানে থাকা মিষ্টি কুমড়ার ভিতর সু-কৌশলে লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা, ১৮টি মিষ্টি কুমড়া ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। আটকরা গাঁজাগুলো হবিগঞ্জ থেকে শ্রীপুরে এনেছিল। আটকরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুর জেলার শ্রীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। Share this:TweetWhatsAppPrint SHARES আইন-আদালত বিষয়: