সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ দিচ্ছে “দৈনিক জাগ্রত বাংলাদেশ” প্রকাশিত: 6:57 PM, October 13, 2019 ঢাকা সহ সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দিচ্ছে – “দৈনিক জাগ্রত বাংলাদেশ ”। সিভি মেইল করুনঃ info.jagrotobangladesh@gmail.com আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংবাদ পরিবেশনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অনলাইন পত্রিকা “দৈনিক জাগ্রত বাংলাদেশ ” এ বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, গ্রামে-গঞ্জে ঘটে যাওয়া দৈনন্দিন ঘটনাবলী যা মানুষের দৃষ্টি ও উপলব্ধিতে নাড়া দেয় এরূপ ঘটনা যেমন, শিক্ষা,স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক উন্নয়ন, অপরাধ, দুর্ঘটনা ও অন্যান্য যে কোন আলোচিত বিষয়ের দৃষ্টি নন্দন তথ্য চিত্রসহ সংবাদ পাঠিয়ে সাংবাদিক হিসেবে নিজেকে আত্ম প্রকাশ করুন। পদবীসমূহঃ প্রতিটি বিভাগের জন্য ব্যুরো প্রধান জেলা এবং উপজেলা প্রতিনিধি কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। প্রতি মুহুর্তের খবর মুহুর্তেই কোটি পাঠকের মাঝে পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে “দৈনিক জাগ্রত বাংলাদেশ” এর একঝাঁক সাহসী তরুণ সংবাদ কর্মী। এরই ধারাবাহিকতায় স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সহ দেশের সংবাদদাতা নিয়োগ দেয়া হচ্ছে। সংবাদ প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ঃ ১। কোন কপি রাইট সংবাদ প্রেরণ করা যাবে না। ২। প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি প্রেরণ করতে হবে। ৩। নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে। ৪। সম্পূর্ণ বাংলায় SutonnyMJ ফন্টে, কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট আকারে সংবাদ প্রেরণ করতে হবে। ৫। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে। ৬। কোন সংবাদ প্রেরণে দেরী করা যাবে না, রিপোর্ট তৈরি করার সাথে সাথেই প্রেরণ করতে হবে। যা যা লাগবেঃ এক কপি সদ্য তোলা ছবি সহ আপনার CV/Resume টি আমাদের email ঠিকানায় পাঠান। আপনার নিজের লেখা একটি নমুনা সংবাদ পর্যালোচনার জন্য CV/Resume এর সাথে পাঠাতে হবে। ভোটার আইডি কার্ডের ১ম অংশ ও ২য় অংশ উভয় পাশ Scan করে একই মেইলএ পাঠাতে হবে অথবা জন্ম নিবন্ধনের Scan কপি পাঠাতে হবে। সৎ, সাহসী নতুন তরুণ-তরুণীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন। সিভি মেইল করুনঃ info.jagrotobangladesh@gmail.com মোবাইল নাম্বার-০১৭০৭০০৬৪৩০/০১৭২৫২১২৪৫১ Share this:TweetWhatsAppPrint SHARES সম্পাদকীয় বিষয়: