গাজীপুরে অপহৃত শিশু পাঁচ দিন পর উদ্ধার; আটক ২ প্রকাশিত: 7:47 PM, March 16, 2021 নিজস্ব প্রতিবেদক: গাজীপুর থেকে অপহরণের পাঁচ দিন পর চার মাসের শিশুকে মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গোপালপুর এলাকার খোকন মিয়ার স্ত্রী মাকসুদা আকতার খুশি (৩৫) ও তার মেয়ে মোসা. সামিয়া (১৪)। তারা গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ভাড়া থাকে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান মঙ্গলবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে জানান, গত ১১ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে নাওজোর এলাকার ভাড়াটিয়া জনৈক মো. দেলোয়ার হোসেনের চার মাসের শিশু সন্তান জুনায়েতকে তার কেয়ারটেকার মোছা. রাশিদার কাছে রেখে শিশু জুনায়েতের মা রেমা আক্তার গার্মেন্টে এবং বাবা দোকানে চলে যায়। ওই দিন বিকালে শিশুর পিতা দেলোয়ার হোসেন জানতে পারেন যে, তার ছেলেকে কে বা কারা অপহরণ করেছে। দেলোয়ার তাৎক্ষণিক তার বাসায় এসে কেয়ারটেকার মোছা. রাশিদার কাছে তার ছেলের বিষয়ে জানতে চায়। জিজ্ঞাসাবাদে সে জানায় দুপুরে শিশু মো. জুনায়েতকে ঘরে রেখে কেক আনার জন্য পার্শ্ববর্তী দোকানে যায়। ফিরে এসে সে শিশু জুনায়েতকে দেখতে পায়নি। এ ঘটনায় শিশুটির পিতা দেলোয়ার হোসেন বাসন থানায় অপহরণ মামলা দায়ের করেন। বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান ঘটনার তদন্ত শুরু করেন। পরে প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জথানাধীন দরুন বড়বাগ প্রত্যন্ত এলাকা থেকে শিশু জুনায়েতকে উদ্ধার করা হয়। এ সময় ওই দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। Share this:TweetWhatsAppPrint SHARES আইন-আদালত বিষয়: