ছাত্রলীগ বিভিন্ন কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে:প্রধানমন্ত্রী প্রকাশিত: 7:18 PM, January 4, 2021 ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। সংগঠন শক্তিশালী না হলে কোন কাজ করা সম্ভব নয়। আজ সোমবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংযুক্ত হয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নানা চক্রান্ত মোকাবেলা করে আমরা বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা করোনার সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ বিভিন্ন কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষকের ধান কেটেছে ছাত্রলীগের কর্মীরা। এ থেকে প্রমাণ হয় ছাত্রলীগ কোন কাজকে ছোট করে দেখেনি। উপরের দিকে তাকিয়ে চলতে হলে হোঁচট খেতে হয়। আমি ছাত্রলীগের হাতে খাতা কলম তুলে দিয়েছিলাম। আর জিয়াউর রহমান ছাত্রদলকে অস্ত্র তুলে দিয়ে বিপথে ঠেলে দিয়েছিল। তিনি শিক্ষা কার্যক্রমের নানা দিক তুলে ধরে বলেন, করোনাভাইরাস একটা শিক্ষা দিয়ে গেছে। ধন-সম্পদ কাজে লাগে না। শিক্ষা থাকলে কখনো হোঁচট খাবে না। শিক্ষাছাড়া দেশ এগুতে পারে না। এগুলা মাথায় নিয়ে ছাত্রলীগকে চলতে হবে। এর আগে ৪টা ১৯ মিনিটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী। Share this:TweetWhatsAppPrint SHARES জাতীয় বিষয়: