ফের বেড়েছে চাল-তেল, আলু-ময়দার দাম প্রকাশিত: 2:00 PM, December 20, 2020 নিজস্ব প্রতিবেদক: বাজারে আবারও দাম বেড়েছে চাল এবং সয়াবিন তেলের।ফলে টানা তৃতীয় সাপ্তাহে চাল এবং তেলের দাম বাড়ল। চাল-তেলের সঙ্গে দফায় দফায় পেঁয়াজ,আলু এবং ময়দার দামও বেড়েছে।ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের(টিসিবি)প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর শাহজাহানপুর,মালিবাগ,কাওয়ান বাজার,বাদামতলী,সূত্রাপুর,শ্যামবাজার,কচুক্ষেত,মৌলভীবাজার,মহাখালী,উওরা আজমপুর,রহমতগঞ্জ, রামপুরা এবং মিরপুর-১নম্বর বাজারের দামের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করে টিসিবি। টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সাপ্তাহে মিনিকেট ও নাজির চালের দাম বেড়েছে ৭ দশমিক ৭৬ শতাংশ। এর মাধ্যমে মিনিকেট ও নাজির চারের কেজিতে বেড়ে ৬০-৬৫ টাকা হয়েছে।আগের সাপ্তাহে ছিল ৫৬-৬০ টাকা। চালের পাশাপাশি সয়াবিন তেলের দামও গত এক সাপ্তাহে বেড়েছে। টিসিবি বলেছে,গত এক সাপ্তাহে ৫ লিটারের সয়াবিন তেরের বোতলের দাম ১ দশমিক ৯০ শতাংশ বেড়ে ১১৫-৫৬০ টাকা হয়েছে। ১রিটার সয়াবিন তেলের দাম ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১১৫-১২৫ টাকা হয়েছে। কয়েক মাস ধরে চড়া থাকা আলুর দাম মাঝে কিছুটা কমলেও আবার আগের অবস্থায় ফিরেছে সবচেয়ে বেশি চাহিদার এই সবজি। সাপ্তাহের ব্যবধানে ১১ দশমিক ৮৪ শতাংশ বেড়ে প্রতি কেজি আলু ৪০-৪৫ টাকা বিক্রি হচ্ছে। সাপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে কেজি ৫০ থেকে ৬৫ টাকা হয়েছে Share this:TweetWhatsAppPrint SHARES অর্থনৈতিক বিষয়: